
নিজস্ব প্রতিবেদকঃ কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়ায় এলাকায় ডাকাতির ঘটনায় নগদ টাকাসহ আরো একজন ডাকাতকে গ্রেফতার করেছে কমলগঞ্জ থানা, কমলগঞ্জ থানার প্রেস রিলিজে গণমাধ্যমকে জানানো হয়,
গত ৩১/০৫/২০২৫খ্রি. রাত অনুমান ০৯.০৫ ঘটিকার সময় ঘটনাস্থল কমলগঞ্জ থানাধীন ৫নং কমলগঞ্জ ইউপির অধীন ভানুগাছ বাজার টু শ্রীমঙ্গল রোডস্থ লাউয়াছড়া জাতীয় উদ্যান (ফুলবাড়ী চা বাগান) এলাকার বাঘরাবাড়ি নামক স্থানে রাস্তার উপর রাত অনুমান ০৯.২৫ ঘটিকায় অজ্ঞাতানামা ১০/১৫ জন ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়া লাউয়াছড়া জাতীয় উদ্যানের গহীণ জঙ্গল হইতে ঘটনাস্থলে আসিয়া লাউয়াছড়া জাতীয় উদ্যান হইতে গাছ কেটে রাস্তার উপর ফেলে শ্রীমঙ্গল থেকে আসা এবং কমলগঞ্জ যাওয়া কয়েকটি সিএনজি, মোটর সাইকেল, মাইক্রবাস ও দুইটি ট্রাক থামিয়ে গাড়ী চালক ও গাড়ির যাত্রীদের ধারালো দা ও গাছের লাঠি দ্বারা এলোপাতাড়ীভাবে আঘাত করিয়া কাটা রক্তাক্ত জখম করতঃ গাড়ী চালক ও যাত্রীদের ভয়ভীতি প্রদর্শন করিয়া তাহাদের সাথে থাকা মোবাইল ফোন, নগদ টাকা ও স্বর্ণালংকার সহ সর্বমোট মূল্য অনুমান =১০,৭৯,০০০/- (দশ লক্ষ উনআশি হাজার) টাকার মালামাল জোরপূর্বক ছিনিয়ে নেয়। অজ্ঞাতনামা ডাকাত দল অনুমান ২৫ মিনিট সময় ডাকাতি করে। ডাকাতি কালে ভারি বৃষ্টিপাত ছিল এবং বৃষ্টির কারণে রাস্তায় যানবাহন চলাচল কম ছিল। কয়েকজন ডাকাতের মুখ গামছা এবং মাস্ক দিয়ে ডাকা ছিল। কয়েকজন ডাকাতের মুখ খোলা অবস্থায় ছিল এবং পড়নে সেন্টু গেঞ্জি এবং হাফ প্যান্ট ছিল। কেউ কেউ খালি গায়ে হ্যাফ প্যান্ট ও লুঙ্গি পড়া ছিল। কয়েকজন ডাকাত আঞ্চলিক ভাষায় কথা বলে এবং অন্যান্য ডাকাত আন্তঃ জেলার বলিয়া মনে হয়।
অজ্ঞাতনামা ডাকাত দলের সনাক্ত করিয়া গ্রেফতারের লক্ষ্যে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মৌলভীবাজার ও শ্রীমঙ্গল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা ও তত্ত্ববধানে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অফিসার ইনচার্জ এর নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ)/অনিক রঞ্জন দাস সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ চুনারুঘাট থানা পুলিশের সহায়তায় গত ০৫/০৬/২০২৫খ্রিঃ তারিখে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মামলার ঘটনায় অংশগ্রহনকারী সরাসরি জড়িত মোঃ সবুজ মিয়া (৪৭), পিতা মোঃ খোরশেদ আলী, সাং- ফান্দ্রাইল (পান্ডরাইল), ০৪নং পাইকপাড়া ইউ/পি, থানা-চুনারুঘাট, জেলা-হবিগঞ্জ কে তাহার নিজ বসতবাড়ী হইতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে তাহার বসতঘর তল্লাশী করিয়া তাহার খাটের তোশকের নিচ হইতে একটি কালো রং এর মানিব্যাগের ভিতর হইতে মোট ১২,১৮০/- (বারো হাজার একশত আশি) টাকা উদ্ধারপূর্বক বিধি মোতাবেক জব্দতালিকামূলে জব্দ করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত টাকা সূত্রোক্ত ঘটনায় ডাকাতির লুণ্ঠিত টাকার অংশ বলিয়া আসামী সবুজ মিয়া স্বীকার করে।
আসামী সবুজ মিয়ার পিসিপিআর পর্যালোচনায় তাহার বিরুদ্ধে ১। ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয় নগর থানার মামলা নং-২১, তাং-১৫/০৫/২০১৯ইং, ধারা-৩৯৫, পেনাল কোড ১৮৬০, ২। ব্রাহ্মণ বাড়িয়া জেলার নাসিরনগর থানার মামলা নং-৪/৭৩, তাং-০৬/০৫/২০২২ইং, ধারা-৩৯৯/৪০২/৩৯৭ পেনাল কোড ১৮৬০, ৩। হবিগঞ্জ জেলার বাহুবল থানার মামলা নং-৯, তাং-১৫/১০/২০২২ইং, ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড ১৮৬০ পাওয়া যায়, ৪। কমলগঞ্জ থানার এফআইআর নং-১৬, তারিখ- ২৭ সেপ্টেম্বর, ২০২২; জি আর নং-১৫২, তারিখ- ২৭ সেপ্টেম্বর, ২০২২; সময়- রাত ০১.১৫ ঘটিকায়। ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড-১৮৬০ সমূহের তথ্য পাওয়া যায়। উল্লেখ্য যে গত ২৫/০৯/২০২৫খ্রিঃ তারিখে অত্র মামলার ঘটনাস্থল লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভানুগাছ টু শ্রীমঙ্গল সড়কে একইরকম ভাবে ডাকাতি সংঘটিত হয় যাহার প্রেক্ষিতে কমলগঞ্জ থানার এফআইআর নং-১৬, তারিখ- ২৭সেপ্টেম্বর, ২০২২; জি আর নং-১৫২, তারিখ- ২৭ সেপ্টেম্বর, ২০২২; সময়- রাত ০১.১৫ ঘটিকায়। ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড-১৮৬০ রুজু হয় যাহার চার্জশীটভূক্ত আসামী সবুজ মিয়া এবং অত্র মামলার ঘটনায় আসামী সবুজ মিয়া বিজ্ঞ আদালতে স্বীকারেক্তি মূলক জবানবন্দী প্রদান করেছিল।
উল্লেখ্য যে, উক্ত ডাকাতির ঘটনায় অংশগ্রহনকারী জড়িত মোট ০৪ জন ডাকাতকে গ্রেফতার ও লুষ্ঠিত মালামালের মধ্যে সর্বমোট ০৭টি মোবাইল ফোন, ডাকাতদের পরিবহনকারী ০১টি সিএনজি গাড়ী এবং ১২,১৮০/(বারো হাজার একশত আশি) টাকা উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যান্য ডাকাত দলের সদ্যসদের গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারের নিমিত্তে অভিযান অব্যাহত আছে।