
কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজার জেলায় কমলগঞ্জ উপজেলা আদমপুর ইউনিয়নে গুড নেইবারস বাংলাদেশে আদমপুরে ভলান্টিয়ারদের নিয়ে যুব উন্নয়ন কর্মশালার অনুষ্ঠিত আজ ২৯ এপ্রিল বিকাল ৩ ঘটিকায় গুড নেইবারস বাংলাদেশে আদমপুরে অফিসে হল রুমে। গুড নেইবারস বাংলাদেশ, দক্ষিণ কোরিয়া ভিত্তিক একটি আন্তর্জাতিক মানবিক উন্নয়ন সংস্থা। যার মৌলভীবাজার প্রকল্প অফিসটি কমলগঞ্জের আদমপুরে অবস্থিত। প্রতিষ্ঠাকাল থেকেই শিশুদেরকে আন্তর্জাতিক ও লোকাল স্পন্সরশীপের মাধ্যমে শিক্ষা ও স্বাস্থ্য সহায়তা, শিশু অধিকার, যুব উন্নয়ন এবং নারীদের আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি নারীর ক্ষমতায়নে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় যুব উন্নয়নের অংশ হিসেবে অত্র এলাকার সকল ভলান্টিয়ারদের নিয়ে একটি যুব উন্নয়ন কর্মশালার আয়োজন করা হয়।উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষণ হিসেবে উপস্থিত থাকেন কমলগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মো: হাবিবুর রহমান।
গুড নেইবারস এর ব্যবস্থা পরিচালক শেখ জুবেল। উক্ত প্রোগ্রাম সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মোঃ আব্দুস সালাম।
এ প্রশিক্ষণে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে যে সকল প্রশিক্ষণ ও উদ্যোক্তা হওয়ার জন্য যে লোনের সুবিধা পাওয়া যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদের অনুরোধে যুব উন্নয়ন কর্মকর্তা উক্ত সিডিপি'তে একটি লাইভস্টোক প্রশিক্ষণ ব্যাচের আয়োজন করবেন বলে আশ্বাস দেন। যা প্রস্তুতি নিয়ে পরবর্তীতে জানানো হবে। শিশু, যুব ও নারী উন্নয়নে গুড নেইবারস বাংলাদেশ এর প্রশংসা করেন।