
মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজার সদর উপজেলার (কাজিরবাজার)মীরপুর হোসাইনিয়া আরাবিয়া মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলন সম্পন্ন হয়েছে। মাদ্রাসা সংলগ্ন মাঠে ১২ ফ্রেব্রুয়ারী বেলা ২ ঘটিকা হইতে মধ্যরাত পর্যন্ত মোবারক মাহফিল চলে। উক্ত মহা সম্মেলনে সভাপতিত্ব করেন
হযরত মাওঃ আব্দুল মছব্বির, সভাপতি মীরপুর হোসাইনিয়া আরাবিয়া মাদ্রাসা। আমন্ত্রিত উলামায়ে কেরাম হিসেবে নসিহত পেশ করেন হযরত মাওঃ মুফতী আব্দুল্লাহ সাহেব,প্রধান মুফতী, জামেয়া গহরপুর মাদ্রাসা, সিলেট,হযরত মাওঃ মুজিবুর রহমান মুজাহিদ,প্রিন্সিপাল, আনোয়ারা বেগম মহিলা মাদরাসা, মৌলভীবাজার,হযরত মাওঃ ক্বারী নূর উদ্দিন আহমদ, দয়ামীরী মুহতামিম, দারুল কোরআন বলদী মাদরাসা,হযরত মাওঃ মুফতী মঈনুল ইসলাম,সিনিয়র মুহাদ্দিস, জামেয়া বড়খলা বশিরিয়া মাদরাসা, বড়লেখা। এছাড়া দেশ বরেণ্য উলামায়ে কেরাম বয়ান পেশ করেন । অত্র মাদ্রাসার মুহতাহিম আসাদ আল হোসাইন বিভিন্ন অভিযোগের কারনে পদত্যাগ করায় তার স্থলাভিষিক্ত হন আশরাফ ফরাজী, মোহতামিম (অস্থায়ী) মীরপুর হোসাইনিয়া আরাবিয়া মাদ্রাসা।।