অগ্রযাত্রা সংবাদঃ
মাসব্যাপী কুরআন শিক্ষার কেন্দ্র "দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট" হরিশ্বরন ফুরক্বানীয়া জামে মসজিদ শাখার সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ সম্পন্ন। ১২মে,২৯ রামাদ্বান ২০২১ ইং তারিখ দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট হরিশ্বরন ফুরক্বানীয়া জামে মসজিদ শাখার সভাপতি মোঃ মিজানুর রহমান তরফদারের সভাপতিত্বে ও নাজিম মাওঃ সালাহ উদ্দীন খানের ও ক্বারী সায়েক আহমদ এর যৌথ সঞ্চালনায় সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ৩নং মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শফিকুর রহমান ,প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,কুলাউড়া উপজেলা আল-ইসলাহ সহ-সাংগঠনিক সম্পাদক, মাও. এম.এ শহিদ,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজ সেবক মোঃ শামছুদ মিয়া,অত্র শাখার প্রধানক্বারী মাও. আকবর আলী,কমলগঞ্জ উপজেলা তালামীযের সাংগঠনিক সম্পাদক হোসেন সাইদুল ফয়সল, ১নং রহিমপুর ইউনিয়ন আল-ইসলাহ সাবেক সভাপতি, হাফেজ আব্দুর রহমান, মুন্সীবাজারের ব্যবসায়ী বাবলু মিয়া,লতিফিয়া ইসলামী যুব সংঘের উপদেষ্টা আফজাল হোসাইন,হরিশ্বরন গ্রামের মুরব্বী ছনু মিয়া,লতিফিয়া ইসলামী যুব সংঘের সভাপতি বুলবুল আহমেদ,৩নং মুন্সীবাজার ইউনিয়ন তালামীযের সহ-সভাপতি হাফেজ ইমরান আহমদ,২নং পতনঊষা ইউনিয়ন তালামীযের সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ, কাওছার আহমদ,লতিফিয়া ইসলামী যুব সংঘের সহ-সাংগঠনিক সম্পাদক মারুফ আহমদ প্রমুখ।
বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ, মিলাদ ও মোনাজাতের মাধ্যমে শেষ হয় অনুষ্ঠান।