মৌলভীবাজার প্রতিনিধি :
পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, ‘জেলা পুলিশকে আরো গতিশীল ও দুর্নীতিমুক্ত রাখতে সকল থানা ও বিভিন্ন স্থাপনায় আইপি ক্যামেরা বসানো হয়েছে।’
মৌলভীবাজার জেলা পুলিশ সুপার কার্যালয়ের উদ্যোগে ৭টি থানা ও বিভিন্ন স্থাপনায় আইপি ক্যামেরা স্থাপন করা হয়েছে। কাজে গতি ও স্বচ্ছতা আনতে এই ক্যামেরা বসানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ক্যামেরাগুলোর নাম দেয়া হয়েছে ‘এসপির ডিজিটাল আই’। রোববার সকালে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ অনলাইনে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় তিনি মৌলভীবাজার জেলা পুলিশ আরো স্বচ্ছতা ও গতিশীলতা নিয়ে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন। মৌলভীবাজারের পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, ‘জেলা পুলিশকে আরো গতিশীল ও দুর্নীতিমুক্ত রাখতে সকল থানা ও বিভিন্ন স্থাপনায় আইপি ক্যামেরা বসানো হয়েছে। এতে সেবার মান আরও উন্নত ও গতিশীল হবে।’